বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড

বাংলাদেশ সচিবালয়স্থ টেলিফোন এক্সচেঞ্জের টেলিফোন নম্বর পরিবর্তন এর প্রেস রিলিজ প্রচার প্রসংগে।

23 February 2022



 কারিগরি ত্রুটির কারণে বাংলাদেশ সচিবালয়স্থ টেলিফোন এক্সচেঞ্জের ৭ (সাত) ডিজিটের প্রায় ১,২১৬ টি টেলিফোন নম্বর নিম্নোক্তভাবে প্রতিস্থাপন করা হচ্ছে।

এক্সচেঞ্জের নাম

পুরাতন নম্বর

নতুন নম্বর

মন্তব্য

বাংলাদেশ সচিবালয়স্থ টেলিফোন এক্সচেঞ্জ

954xxxx 


025510 xxxx 


প্রতিস্থাপনের সময় যথাসম্ভব পুরাতন নম্বরের শেষ ডিজিটসমূহ মিল রেখে নতুন নম্বর প্রদান করা হচ্ছে।


গ্রাহকবৃন্দের পুরাতন ও নতুন নম্বরসমূহের তালিকা বিটিসিএল এর ওয়েবসাইট www.btcl.gov.bd তে দেয়া আছেনম্বর পরিবর্তনের সাথে সাথে সম্মানিত গ্রাহককে নতুন নম্বরটি ফোনকলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়া, সম্মানিত গ্রাহকবৃন্দ নম্বর পরিবর্তন বিষয়ে তথ্য জানতে চাইলে যে কোন সময় বিটিসিএল এর কল সেন্টার ‘১৬৪০২’ তে ফোন করতে পারেন অথবা অফিস সময়ে ০২২২০০৫৮৮০০ অথবা ৪১০৫০৩০০ নম্বরে ফোন করতে পারবেন

প্রসঙ্গত উল্লেখ্য, বিটিসিএল থেকে বিটিসিএল নম্বরে কল করতে পরিবর্তিত ৮ ডিজিটের নম্বর ডায়াল করতে হবে। তবে মোবাইল থেকে বিটিসিএল এর পরিবর্তিত নম্বরে কল করতে ০২সহ মোট ১০টি ডিজিট ডায়াল করতে হবে এবং বাংলাদেশের বাইরে থেকে পরিবর্তিত নম্বরে কল করতে হলে ‘৮৮’ যুক্ত করে ১২টি ডিজিট চাপতে হবে।

নম্বর পরিবর্তনের কারণে সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

নম্বর প্ল্যান