বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড

যশোর, পটুয়াখালী, বরিশাল ও খুলনার ২৭ টি এক্সচেঞ্জের নম্বর পরিবর্তন করা হচ্ছে।

22 September 2021

ঢাকা, সেপ্টেম্বর ২১, ২০২১:- উন্নত ও আধুনিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে খুলনা, যশোর, বরিশাল ও পটুয়াখালী এর আওতাধীন খালিশপুর, রূপসা, দৌলতপুর, শিরোমনি, সাতক্ষীরা, ভোমরা, কলারোয়া, শ্যামনগর, সখিপুর, আশামুনি, তালা, কালিগঞ, নলতা, মাগুরা, মোহম্মদপুর, শ্রীপুর, শালিখা, নড়াইল, লোহাগড়া, কালিয়া, ঝালকাঠী, নলসিটি, নাজিরপুর, মঠবাড়িয়া, কাউখালী এবং বরগুনা টেলিফোন এক্সচেঞ্জের ৫ (পাঁচ) ডিজিটের পুরাতন টেলিফোন নম্বরসমূহ বিটিসিএল এর নতুন স্থাপিত এক্সচেঞ্জের ১১ (এগার) ডিজিটের নতুন নম্বরদ্বারা পর্যায়ক্রমে প্রতিস্থাপনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

গ্রাহকবৃন্দের পুরাতন ও নতুন নম্বরসমূহের তালিকা বিটিসিএল এর ওয়েব সাইট www.btcl.gov.bd তে দেয়া আছে। নম্বর পরিবর্তনের সাথে সাথে সম্মানিত গ্রাহককে নতুন নম্বরটি ফোন কলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সম্মানিত গ্রাহকবৃন্দ নম্বর পরিবর্তন বিষয়ে তথ্য জানতে চাইলে যে কোন সময় বিটিসিএল এর কল সেন্টার ‘১৬৪০২’ তে ফোন করতে পারেন অথবা অফিস সময়ে খুলনা টেলিফোন এক্সচেঞ্জের জন্য ০৪১৭৬১০০০ অথবা ০৪৭১৬২২০০ নম্বরে, যশোর টেলিফোন এক্সচেঞ্জের জন্য ০২৪৭৭৭৭৩৫৩৮ (নড়াইল) অথবা ০২৪৭৭৭১১১৯৯ (মাগুরা) নম্বরে, বরিশাল টেলিফোন এক্সচেঞ্জের জন্য ০৪৯৮৬২৬০০ অথবা ০৪৬২৬৭৪০০০ নম্বরে এবং পটুয়াখালী এক্সচেঞ্জের ০২৪৭৮৮৮০০০০ অথবা ০২৪৭৮৮৮০০০১ নম্বরে ফোন করতে পারবেন।

পরিবর্তিত নাম্বারের তালিকা- খুলনা এক্সচেঞ্জ

পরিবর্তিত নাম্বারের তালিকা- যশোর এক্সচেঞ্জ