বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড

মোবাইল টেলিকম অপারেটরদের সাথে বিটিসিএল এর অংশীজন সভা অনুষ্ঠিত

10 June 2021

ঢাকা, জুন ০৯, ২০২১:- বাংলাদেশের সকল মোবাইল টেলিকম অপারেটরের সাথে বিটিসিএল এর অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। বিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক . মো: রফিকুল মতিন এর সভাপতিত্বে গত রোববার ( জুন) সকালে ওয়েবনিয়ারে অংশগ্রহণ করেন টেলিটক বাংলাদেশ লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড এর ২৮ জন উর্ধ্বতন কর্মকর্তা সভায় রবি আজিয়াটা লিমিটেড এর প্রতিনিধিগণ বিটিসিএল এর অপটিক্যাল ফাইবার ব্যাকবোনসহ অন্যান্য সেবার মানে সন্তোষ প্রকাশ করেন। 

গ্রামীণফোন লিমিটেড এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড খুব শীঘ্রই বিটিসিএল থেকে অপটিকাল ফাইবার ক্যাবল টাওয়ার শেয়ারিং লিজ নিতে আগ্রহ প্রকাশ করেছে। অপটিক্যাল ফাইবার টাওয়ার অপারেশন মেইটেনেন্স সেবার মান আরো উন্নত টেকসই  করার লক্ষ্যে আউটসোর্সিং প্রতিষ্ঠান নিয়োগের বিষয়ে সকলেই গুরুত্ব আরোপ করেন। এপ্রসঙ্গে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর  প্রতিনিধি উল্লেখ করেন যে, তারা জন্মলগ্ন থেকেই বিটিসিএল এর সেবা ব্যবহার করে আসছে এবং ভবিষ্যতে আরো তা বৃদ্ধি পাবে। সকলেই ভবিষ্যতে নিয়মিত অংশীজন সভা করার জন্য আহ্বান জানান।


বিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক . মোঃ রফিকুল মতিন সভায় অংশগ্রহনকারীগনকে ধন্যবাদ জানিয়ে বলেন অপটিক্যাল ফাইবার টাওয়ার শেয়ারিং সেবার মান আরো টেকসই  যুগোপযোগী করার লক্ষ্যে আউটসোর্সিং প্রতিষ্ঠান নিয়োগের বিষয়ে বিটিসিএল ব্যবস্থা গ্রহণ করছে। সবকিছু আধুনিকায়নের মাধ্যমে গ্রাহকের সন্তুষ্টি মোতাবেক সেবা প্রদান করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।