বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড

পটুয়াখালী, বাউফল, দুমকি, বেতাগী, বামনা, আমতলী ও তালতলী এক্সচেঞ্জের টেলিফোন নম্বর পরিবর্তন হচ্ছে

20 April 2021

ঢাকা, ২০ এপ্রিল , ২০২১:- উন্নত আধুনিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে পটুয়াখালী, বাউফল, দুমকি, বেতাগী, বামনা, আমতলী, তালতলী টেলিফোন এক্সচেঞ্জের (পাঁচ) ডিজিটের পুরাতন টেলিফোন নম্বরসমূহ বিটিসিএল এর নতুন স্থাপিত এক্সচেঞ্জের ১১ (এগার) ডিজিটের নতুন নম্বর দ্বারা পর্যায়ক্রমে প্রতিস্থাপনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

টেলিফোন এক্সচেঞ্জ সমুহের পুরাতন নম্বরসমূহ নিম্নোক্তভাবে প্রতিস্থাপন করা হচ্ছে:-

 টেলিফোন  এক্সচেঞ্জ

পুরাতন নম্বর

নতুন নম্বর

মন্তব্য

পটুয়াখালী 

0441-6xxxx

0247888xxxx

প্রতিস্থাপনের সময় 

যথাসম্ভব পুরাতন নম্বরের শেষ ডিজিটসমূহ মিল রেখে নতুন নম্বর প্রদান 

করা হচ্ছে।

বাউফল 

04422-56xxx 

02478882xxx 

দুমকি

04427-56xxx

02478883xxx

বেতাগী

04454-56xxx 

02478888xxx 

বামনা

04453-5 xxx

024788883xx

আমতলী

04452-56xxx

024788874xx

তালতলী

04456-56xxx

024788878xx


সম্মানিত গ্রাহকবৃন্দের অবগতির জন্য পুরাতন নতুন নম্বরসমূহের তালিকা বিটিসিএল এর ওয়েব সাইট www.btcl.gov.bd তে দেয়া আছে। নম্বর পরিবর্তনের সাথে সাথে সম্মানিত গ্রাহককে নতুন নম্বরটি ফোন কলের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া, সম্মানিত গ্রাহকবৃন্দ নম্বর পরিবর্তন বিষয়ে তথ্য জানতে চাইলে যে কোন সময় বিটিসিএল এর কল সেন্টার১৬৪০২তে ফোন করতে পারেন অথবা অফিস সময়ে ০২৪৭৮৮৮০০০০ অথবা ০২৪৭৮৮৮০০০১ নম্বরে ফোন করতে পারবেন।

নম্বর পরিবর্তনের কারণে সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

পটুয়াখালী নম্বর প্ল্যান